Message_Assistant_Head
Photo

শিক্ষার আলোয় আলোকিত দেশ , জাতি তথা বিশ্ব মানবতার মুক্তির মশাল নিয়ে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি  ১৮৮৫ সাল হতে অনবরত শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষার গুনগত মান উন্নয়ন তথা তথ্য-প্রযুক্তি ও আধুনিক যুগোপযোগী শিক্ষার সৎ , দক্ষ ও মেধাবী দেশ প্রেমিক প্রজন্ম তৈরির লক্ষ্যে আমাদের পথচলা মাননীয় প্রধানমন্ত্রী ,শিক্ষাবিদ, মনীষি ও জ্ঞানতাপস মানুষের আকাঙ্খা পূরণে ডিজিটাল সোনার বাংলা গড়তে সোনার মানুষের দিশারী হতে আমরাও অঙ্গীকারাবদ্ধ । সময়ের প্রয়োজনে গতানুগতিকতার বিপরীতে সৃজনশীল ,বাস্তবধর্মী ,কর্মমুখী ও আনন্দময় শিক্ষার পরিবেশ আনতে সুদক্ষ ম্যানেজিং কমিটির দিক নিদের্শনায়  এই প্রতিষ্ঠানটি উওরোত্তর উন্নতির দিকে ধাবমান।

প্রতিষ্ঠানের ভর্তি তথ্য ,অনলাইন ক্লাস,অ্যাসাইনমেন্ট, ছুটি,পরীক্ষা,সহপাঠ্যক্রমিক কার্যক্রম,ফলাফল,নোটিশ, টিউশন ফি,প্রশিক্ষণ, ইতিহাস,ঐতিহ্য ,সুনাম সহ প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থী ,সম্মানিত অভিভাবক সহ যে কোন ব্যক্তি এই ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারবেন । প্রতিষ্ঠানের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।


মোঃ লুৎফুল কবির ভূঁইয়া

সহঃ প্রধান শিক্ষক

কাজেম আলী স্কুল এন্ড কলেজ,চট্টগ্রাম।